একটা
পূর্ণসংখ্যা n (n ³ 1) এবং p (p ³ 1) দেওয়া
আছে। এমন একটা
প্রোগ্রাম
লিখতে হবে যা , অর্থাৎ
p এর
ধনাত্বক n - তম মূল
দেখাবে।
ইনপুট
দুটো পূর্ণসংখ্যা n এবং p (1 £ n £ 300, 1 £ p < 10101).
ইনপুট
এমনভাবে দেওয়া হবে
যাতে করে
উত্তর সব সময়
পূর্ণ সংখ্যা হবে
অর্থাৎ k এমন
পুর্ণসংখ্যা
যেন kn = p।
আউটপুট
এর
মান k দেখাতে
হবে যেন kn = p হয়।
উদাহরণ
ইনপুট
7 4357186184021382204544
আউটপুট
1234
গাণিতিক
আমরা
জানি = = = । n, p আর k এর
যে মান দেওয়া
আছে তাতে তাদের
মান রাখার
জন্যে double ব্যবহার
করা যায়। এর মান
বের করি. C তে একে
লেখা যায় এই
ভাবে exp(log(p)/n).
উদাহরণ
সমস্যাটিতে
যে উদাহরণ
দেওয়া আছে তাতে = 1234.
অ্যালগোরিদম
বাস্তবায়ন
n আর p এর মান পড়ি, তারপর
উপরের নিয়মে এর
মান বের করি।
scanf("%lf
%lf",&n,&p);
res = exp(log(p)/n);
printf("%.0lf\n",res);
জাভাতেঃ
import java.util.Scanner;
public class
{
public static void main(String[] args)
{
Scanner con = new Scanner(System.in);
double n = con.nextDouble();
double p = con.nextDouble();
double res = Math.pow(p,1/n);
System.out.println((int)(res+0.5));
}
}